নারী উদ্যোগ কেন্দ্র-এর সফলতার ২৫ বছর উদ্যাপনে

নারী উদ্যোগ কেন্দ্র-এর সফলতার ২৫ বছর উদ্যাপনে “পোশাক শিল্প ও শ্রমিকের ক্ষমতায়ন” শীর্ষক জাতীয় কর্মশালা অনুষ্ঠিতনারী উদ্যোগ কেন্দ্র (নউক) জাতীয় পর্যায়ে ভূমিকা পালনকারী একটি বেসরকারী উন্নয়নমূলক সংগঠন হিসেবে গার্মেন্টস শিল্পের শ্রমিকের সামাজিক, নৈতিক, স্বাস্থ্য, পরিবেশগত অধিকার এবং নিরাপত্তা রক্ষায় কাজ করে আসছে। এ বছর নারী উদ্যোগ কেন্দ্র (নউক) ২৫ বছর সফলতার সাথে এর যাত্রা সম্পন্ন করায় নারী উদ্যোগ কেন্দ্র (নউক) এর ২৫ বছরপূর্তি উপলক্ষে সংশ্লিষ্ঠ ক্ষেত্রে বিগত বছরের সামগ্রিক অর্জন সফলতার নিরীক্ষণে ১৫ই ডিসেস্বর, ২০১৬ ইং তারিখ, বৃহস্পতিবার, বেলা ১১.০০টায়, জাতীয় প্রেস ক্লাব (ভি আই পি লাইঞ্জ) এ জাতীয় কর্মশালার আয়োজন করে। উক্ত কর্মশালায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রি জনাব মোঃ মজিবুল হক প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এছাড়াও বিশেষজ্ঞ অতিথি হিসেবে সরকারী ও বিভিন্ন বেসরকারী সংস্থার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন নারী উদ্যোগ কেন্দ্র-এর নির্বাহী কমিটির সভাপতি তাহিয়া খলিল। পোশাক শিল্প ও শ্রমিককের ক্ষমতায়নে নারী উদ্যোগ কেন্দ্র-এর ২৫ বছর যাত্রার উপর বিশদ কার্যক্রমের বিবরণী উপস্থাপন করেন নউকের নির্বাহী পরিচালক মাশহুদা খাতুন শেফালী। ১৯৯১ সাল থেকে নারী উদ্যোগ কেন্দ্র (নউক) শ্রমিকদের অনানুষ্ঠানিক প্রাথমিক শিক্ষাদানের মাধ্যমে নারী উদ্যেগ কেন্দ্র পোশাক শিল্পের নারী শ্রমিকদের নিরাপদ আবাসন নিশ্চিত করতে ঢাকা শহরে পর্যায়ক্রমে ৭টি হোস্টেল ও নৈশ বিদ্যালয় চালু করা হয়। এর পর পাশাপাশি শ্রমিকদের কর্মস্থলে স্বাস্থ্য ও নিরাপত্তা সেবা সিশ্চিত করতে পর্যায়ক্রমে ১০০টি কারখানায় মালিকদের অংশীদারিত্বের মাধ্যমে কারখানা ভিত্তিক স্বাস্থ্য সেবার কার্যক্রম (ক্লিনিক) প্রতিষ্ঠা করে। উক্ত স্বাস্থ্য সেবা প্রকল্পের অনুসরনেই পরবর্তী কালে কারখানা গুলোতে স্বাস্থ্য সেবা প্রদান একই কাঠামোতে গড়ে ওঠে। কোটা উঠে যাওয়ার পরবর্তী কালে নারী উদ্যেগ কেন্দ্র সিডা ও ডিএফআইডির অর্থায়নে গার্মেন্টস শ্রমিকদের সকল ধরনের অধিকার রক্ষায় সমন্বিত কর্মসূচি (এধৎসবহঃং ঋধপঃড়ৎু ্ ডড়ৎশবৎ ঝঁঢ়ঢ়ড়ৎঃ চৎড়মৎধস) নামে একটি প্রকল্প চালু করে। এই প্রকল্পের আওতায় সোস্যাল কমপ্লায়েন্স অডিট, মনিটরিং ও সংশোধন করা, বিদেশি ক্রেতাদের চাহিদা অনুযায়ী কারখানাকে প্রস্তুত করা সহ ব্যবস্থাপনা পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের দক্ষতা বিষয়ক প্রশিক্ষন দিয়ে কারখানা পরিচালনা করেছে। উক্ত কার্যক্রম অদ্যাবধি নারী উদ্যেগ কেন্দ্র অব্যাহত রেখেছে।এছাড়াও সরকারী, বেসরকারী এনজিও,জাতীয়, আর্ন্তজাতিক ফেডারেশন,কনফেডারেশন, মিডিয়ার সাথে শিল্প কারখানার বঞ্চিত শ্রমিকদের বৈধ অধিকার প্রতিষ্ঠায় কাজ করে আসছে নারী উদ্যোগ কেন্দ্র। ২০০৮ সালে সংস্থাটি “সোশ্যাল কম্পøায়েন্স ইনিশিয়েটিভ বাংলাদেশ” (এসসিআইবি) নামে একটি অডিট ফার্ম প্রতিষ্ঠা করে যার মাধ্যমে কারখানাগুলোতে কমপ্লায়েন্স ডেভেলপ, মনিটরিং, সংশোধন ও উন্নয়ন এবং শ্রমিকের বৈধ চাহিদাগুলো নিশ্চিত করে চলেছে। বিদেশী ক্রেতাদের সঙ্গে নিয়ে জাতীয় পর্যায়ে কারখানার উন্নয়নে বিভিন্ন ইস্যুতে কাজ করছে এবং বিভিন্ন কারখানায় সার্ভিলেন্স অডিট করে প্রত্যায়ন পত্র প্রদান করে বিদেশি ক্রেতাদের ক্রয়াদেশ লাভে কারখানা গুলোকে সহায়তা করে চলছে। আপনি জেনে খুশি হবেন যে,এ বছর নারী উদ্যোগ কেন্দ্র (নউক) সফলতার সাথে এর ২৫ বছরের যাত্রা সম্পন্ন করেছে।এরই ধারাবাহিকতায় এ পর্যন্ত নারী উদ্যোগ কেন্দ্র্র (নউক) ১৩টি কারখানায় কমপ্লায়েন্স ডেভেলপমেন্ট এর কাজ করে কারখানাকে ক্রেতার উপযুক্ত কারখানা হিসাবে নিশ্চিত করেছে। ১৫০ টি কারখানায় অডিট সম্পন্ন করেছে বায়ারের পক্ষ থেকে। ৬ টি কারখানায় প্রতি বছর প্রত্যায়ন পত্র প্রদান করে থাকে কমপ্লায়েন্স মনিটরিং এর মাধ্যমে। কর্মশালায় বর্তমান প্রেক্ষাপটে শ্রমিকদের সামগ্রিক অধিকার প্রতিষ্ঠায় পোশাক শিল্পের শ্রমিকের আর্থ সামাজিক উন্নয়নে, চাকরির নিরাপত্তা, চাকরির মেয়াদ শেষ হলে পেনশন এর ব্যবস্থা ও ক্ষতিপূরণ ইত্যাদি নিশ্চিত করতে হবে বলে সভার সম্মানিত উপস্থিতি মত প্রকাশ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *